শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরে প্রফেসর পাড়ার মাঝি বাড়ির মাদক আমদানীকারি মনির মাঝিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত শুক্রবার রাত্র ৯টায় প্রফেসর ৯নং ওয়ার্ড মাঝি বাড়ির সামনে থেকে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আহসানুরজ্জামান লাবু তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা যায়, পুলিশ তাকে গ্রেফতার করার সময় মাদক ব্যবসায়ী মনির তার পকেটে থাকা ইয়াবা পুলিশ চোখ ফাকি দিয়ে পানিতে ফেলে দেয়। তাই পুলিশ তার দেহ তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করতে পারিনি। মাঝি বাড়ির লতিফ মাঝির ছেলে মনির মাঝি চাঁদপুরে সর্বপ্রথম ফেন্সিডিল ও ইয়াবা আমদানীকারক। সে ব্যবসা পরিচালনা করার পর থেকে এই প্রথম পুলিশের হাতে গ্রেফতার হয়। এলাকার কিছু মাদক সেবীদের মাধ্যমে সে ইয়াবা পাইকারী ও খুচরা বিক্রি করে। সে সবসময় অন্তরালে থেকে ল ল টাকার ইয়াবা বিক্রি করে আসছে। তার ভাই মহসিন মাঝির হাকিম প্লাজায় একটি দোকান দিয়ে সেখানে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যায়। গত ৬ মাস পূর্বে তার দোকানের সামনের থেকে মনির মাঝিকে স্থানীয় যুবকরা আটক করে উত্তমমধ্যম দিয়ে মাথা ন্যাড়া করে ছেড়ে দেয়। এছাড়া নতুন বাজার ফাঁড়ির মনির মাঝিকে মাদক সহ গ্রেফতার করার পর তার সহযোগীরা উৎখোচের বিনিময় ঘটনার দিন রাতে ছাড়িয়ে নেয়। মডেল থানার পুলিশ শুক্রবার রাতে ওয়ারেন্ড ভূক্ত আসামী হিসেবে গ্রেফতার করে।