ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় কবুতর চুরির দায়ে ৫ কিশোরকে রাতভর আটকে রেখে গণধোলাই দিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় কবুতর চোরদের থানায় আনতে গেলে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে রাখতে ব্যাপক হট্টগোল সৃষ্টি করে। গতকাল শুক্রবার দুপুর ১টায় প্রফেসর পাড়া সৌদি প্রবাসি শহীদুল্লাহর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদুল্লাহর ছেলে শাহাবুদ্দিন (রাসেল) (৩০) এর কবুতর তাদের ৫ তলা ভবনের ছাদ থেকে চুরি করে নিয়ে যায় চোর চক্ররা। কবুতর চোরের সর্দার তালতলার দুলাল মিজির ছেলে নয়নকে আটক করার পর একে একে ৫ জনকে বিভিন্ন এলাকা থেকে ধরে এনে রাসেলদের ৫ তলা ভবনে আটক করে বেদম মারধর করে। রাসেল নিজে কৌশল খাটিয়ে সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। আটক চোরদের কাছ থেকে চুরি হওয়া কবুতর নেয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘটনার পর দিন শুক্রবার এলাকার মানুষ জানতে পেরে মডেল থানাকে অবহিত করে। খবর পেয়ে থানার সহকারী পরিদর্শক নন্দন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় কোড়ালিয়ার ছাত্তারের ছেলে রাকিব (১৬), প্রফেসর পাড়ার শাহজাহানের ছেলে ইমন (১৮), জহিরুল ইসলামের ছেলে আমিন (১৮), মমিন পাড়ার মুকবুলের ছেলে সজিব (১৬) ও নয়ন (১৮) কে আটক করে নিয়ে আসার পথে রাসেল ও তার সহযোগী আলম খান পুলিশের কাছ থেকে আসামীদের ছিনিয়ে নিতে চেষ্টা করে। তারা নিজেরাই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে পুলিশকে হুমকি দেয়। অবশেষে আটক আসামীদের থানায় নিয়ে আসে। পুলিশ আহত কিশোরদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। আসামীদের ব্যাপক মারধর করার ঘটনায় রাসেল ও আলমখানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।