স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক জসিম হাজীকে পুলিশ কোর্টে পাঠালে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে । জানা যায়, মহামায়ার জসীম হাজী তার শ্বশুর বাড়ি প্রফেসর পাড়ার মাঝি বাড়ি পাশে জায়গা কিনে বাড়ি নির্মাণ করে। গত ১ বছর যাবৎ রিক্সাচালক আবুল খায়ের তার বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিল। তার স্ত্রী রুমা বেগম অন্যের বাড়িতে কাজ করে এবং আবুল খায়ের রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন চলতি মাসের ৫ তারিখে সকালে বাড়ির ভাড়াটিয়া আবুল খায়ের রিক্সা নিয়ে কর্মজীবনে বেড়িয়ে পড়ে ও মেয়েকে রেখে তার স্ত্রী অন্যের বাসায় কাজ করার জন্য চলে যায়। এ সুযোগে বাড়ির মালিক লম্পট জসিম হাজী ঘরে প্রবেশ করে রিক্সাচালক আবুল খায়েরের মেয়েকে মুখ চাপা দিয়ে ধরে ধর্ষণ করে।
এ ঘটনায় ১৮ জানুয়ারি শনিবার কিশোরীর মা রুমা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মডেল থানার উপ-পরিদর্শক শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে প্রফেসর পাড়া মাঝি বাড়ি এলাকা থেকে লম্পট জসিম হাজীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল রোববার তাকে কোর্টে প্রেরণ করলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।