প্রবাদ-প্রবচনের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত । তবে এর ব্যবহার বেশি হয় গ্রাম্য বিচার সালিশে । এরুপ কতিপয় প্রবাদ-প্রবচন নিম্নে তুলে ধরা হল:
• চাল নাই, ধান নাই, গোলাভরা ইঁদুর
• মা মরলে বাবা হয় তালুই ছেলে হয় বোনের বাউই
• শাশুড়ি যেমন কাঠি মেপে থোয় দুধ, বউ তেমনি জল মিশিয়ে খায় দুধ
• এক ঘরে বাপ মরে , আর এক ঘরে বেটা হয়
• ঘন কথায় ক্ষেতা হারায়
• তকদিরে না থাকলে তদবিরে কিছু হয় না
• বড় মাছের কাটা আর ঘন দুধের ফোঁটা
• বাপ রাজা তো রাজার ঝি, ভাই রাজা তো বোনের কি?
• চালের চেয়েও বেশি খুদ, মুলের চেয়েও বেশি সুদ
• খাইতে জানলে মরে না, বসতে জানলে সরে না
• রাঁধুনির সাথে ভাব থাকলে ভোজনেতেও সুখ
• বিল শুকাবে যখন, বকের আনন্দ তখন
• কিলেরই শেষ নাই , দোহাই দেব কখন?
• নারীর বল চোখের জল, মিথ্যা কথা চোরের বল
• পাগলা কুকুরের গুণ গাইলেও কামড় দেয়
• নেংটির কাপড় টানলেও বাড়ে না
• কুয়োর ব্যাঙ সাগর চেনে না
• খাবি জেনে, বাপে টাকা দিলেও নিবে গুনে
• রাখিয়া দ্বিতীয় পথ, কাজে দিয়ো হাত
• গামছারও ইচ্ছা হয় ধোপা বাড়ি যাইতে
• পাপ করলে ভুগতে হয়, এ কথা যেন মনে হয়
• কুকুর তাজা আড়াই দিনে
• কানার বিরাশি বুদ্ধি
• ফাঁকা ঢেঁকির শব্দ বেশি
• বিয়ের সময় কনে বলে –হাগব
• জ্বর আর পর , খেতে না দিলে পালায়
সংগ্রহ-এম.এইচ.মাহিন