মতলব দক্ষিণ:
মতলব দক্ষিণ উপজেলা শহরের মধ্য কলাদীতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে গণধর্ষণ করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এলাকাবাসী থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুন রাত ৮টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন রাত ৮টায় প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসায় প্রথমে তার পরিচিত এক লোক প্রবেশ করে। এর পেছন দিয়েই ওই লোকের পরিচিত দুই নারী-পুরুষ প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে। এরপর এলাকার ৬-৭ জন যুবক ওই ঘরে ঢুকে গৃহকত্রীকে বলে আপনি এখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করেন। এই বলে তারা গৃহকত্রীকে গণধর্ষণ করে এবং তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনার সময় তারা গৃহকত্রীকে এই বলে হুমকি দেয় যে, যদি কোনো ডাক চিৎকার দেয়া হয় অথবা ঘটনা কাউকে বলা হয় তাহলে জানে মেরে ফেলা হবে। এই ভয়ে গৃহকত্রী ঘটনার বিষয়ে কাউকে কিছু বলেননি। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে এটি নিয়ে সেখানে তোলপাড় সৃষ্টি হয়।
একটি মহল এটিকে ধামাচাপা দিতে উঠেপড়ে লাগে। প্রশাসনসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করতে তারা তৎপর হয়ে উঠে। এদিকে বুধবার সন্ধ্যায় ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করেছে বলে এলাকাবাসী জানায়। তবে থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করলেও এদেরকে অন্য ঘটনায় আটক করা হয়েছে বলে জানায়।
তবে এলাকাবাসী বলছে এই ধরনের জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই উদ্যোগী হয়ে এটি বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত। না হয় এ ধরনের ঘটনা আরো ঘটনার আশঙ্কা থেকে যাবে।