চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ব্রাক্ষ্মনসাখুয়া গ্রামের প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত এক অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মুক্তার হোসেন পাটওয়ারীর স্ত্রী রোজিনা আক্তার (২৭)কে একই বাড়ির বিল্লাল হোসেন পাটওয়ারী, পিতা মৃত কালু পাটওয়ারী গত ২৫ নভেম্বর বাদ মাগরিব ওই বাড়ির প্রবেশ মুখে একটি ঘরের সামনে একা পেয়ে হাত ধরে টানাটানি ও ধস্তাধাস্তি করে। এক পর্যায়ে রোজিনা ডাক চিৎকার দিলে তার মেয়ে ফারজানা আক্তার মালা (১২) দৌড়ে এসে মাকে এ অবস্থা দেখে সেও ডাক চিৎকার দেয়। উভয়ের ডাক চিৎকার শুনে বিল্লাল পাটওয়ারীর বড় ভাই সৈয়দ পাটওয়ারী দৌড়ে এসে মা ও মেয়েকে বেদম মারধর করে রক্তাক্ত জখম করে। পরে বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও মেয়েকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদিকে আহত রোজিনার অবস্থা আশংকাজনক। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, বিল্লাল পাটওয়ারী দীর্ঘ দিন যাবত প্রবাস জীবন কাটাচ্ছেন। তিনি সম্প্রতি দেশে এসেছেন। প্রবাসে থাকাবস্থায় সে মোবাইল ফোনে রোজিনাকে প্রায় উক্ত্যক্ত করতো। অবস্থা বেগতিক দেখে রোজিনা তার ব্যবহৃত সাবেক নাম্বারটি পরিবর্তন করে নতুন সিম ক্রয় করে ব্যবহার করে। এরপরও ওই নরপশু থেকে সে রক্ষা পায়নি। জানা যায়, বিল্লাল হোসেন ২ ছেলে ও ২ মেয়ের জনক। ঘটনা ঘটিয়ে এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বিল্লাল ও তার ভাই সৈয়দ পাটওয়ারী প্রবাসী মুক্তার পাটওয়ারীর পরিবারকে হুমকি ধমকি দিয়ে আসছে।