ষ্টাফ রিপোটার ঃ স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, মহামায়া শাখার ১ম বর্ষপূর্তি উদ্যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মে) বিকাল ৪টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উৎসব প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক মাসুদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. জুয়েল হাজী, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম হানিফ, স্বাস্থ্য সম্পাদক রাহিম হোসেন, সদস্য সজিব হোসেন, খলিলুর রহমান, বারেক মুন্সি, রাছেল হোসেন, রিয়াদ হোসেন, হৃদয় শীল, ইউসুফ গাজী, শামিম হোসেন, মো. রিয়াদ মিজি, শুক্কুর আলম, মো. শাহাদাত হোসেন, কাউছার বকাউল প্রমূখ।
অনষ্ঠিত সভায় বক্তারা বলেন, স্থানীয় সমস্যা সমাধানসহ প্রশাসনের পাশাপাশি চাঁদপুরকে মাদক, বাল্য বিয়ে, সন্ত্রাস মুক্ত, বৃক্ষ রোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রভাতের কর্মীরা আন্তরিভাবে সহযোগিতা করবে। আমরা আশা করছি, সকলের সমন্বয়ে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত মহামায়া শাখার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চাঁদপুরে মাইল ফলক হবে এবং প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে সকল সদস্যসহ এলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।