বিশেষ প্রতিনিধি॥
স্থানীয়তার প্রভাব দেখিয়ে চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিপাসার্ত কোমলমতী শিক্ষার্থীদের জন্য সরকারীভাবে নির্মিত গভীর নলকূপ থেকে স্কুল পাশবর্তী বাড়ি জনৈক রিপন গাজী মটর সাহায্যে পাইপ দিয়ে পানি নেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলটিতে প্রায় ৩শতাধিক শিক্ষার্থী হাজিরার তালিকায় রয়েছে। শুধুমাত্র স্কুল শিক্ষার্থীদের জন্য নির্মিত গভীর নলকূপের গোড়ার পাইপ কেটে আলাদা সংযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা রানী চক্রবর্তীর কাছে জানতে গেলে তিনি জানান গত ৩১শে অক্টোবর শুক্রবার কাউকে কিছু না জানিয়ে লাইন নির্মান করতে গেলে স্কুলের অফিস সহকারী হাবিব তাকে বাধা দেয়, এতে রিপন গাজী লাইন নির্মান বন্ধ না করে উল্টো অফিস সহকারী হাবিবকে হুমকি দমকি দিতে থাকে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষিকা বলেন মৌখিক অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষিকাকে লিখিত অভিযোগ করতে বলেছেন। এছাড়া প্রধান শিক্ষিকা নিজে গিয়ে রিপন গাজীকে জিজ্ঞাসা করলে, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে অনুমতির কথা জানিয়েছে, তবে প্রধান শিক্ষিকাকে এ বিষয়ে কোন কাগজপত্র দেখাতে পারে নি। এছাড়া স্কুল ম্যানেজিং কমিটির সাথে কথা বলে জানা যায়, তিনি লাইন নির্মানে বিষয়ে জেনেছেন, তবে তার কাছ থেকে কোন অনুমতি নেননি। বৃহস্পতিবার এ স্কুল ম্যানেজিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে জানিয়েছেন। স্থানীয় অনেকে রিপন গাজীর বিরুদ্ধে সরকারী দলের লোকজনের সাথে ভাল সম্পর্ক দাবি করে, অনেক অন্যায় আচরনের অভিযোগ রয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।