মিজান লিটন —
চাঁদপুর ক্যাবল অপারেটরদের চ্যানেলে দিন-রাত ২৪ ঘন্টা চলছে হারবাল প্রতিষ্ঠানের অশ্লীল বিজ্ঞাপন,স্থানিয় প্রশাসন নিরব দর্শক।’শারীরিক অমতার চিকিৎসায় ২৪ ঘণ্টায় থেকে ৩ সাপ্তাহে ফলাফল, বিফলে মূল্য ফেরত। যৌন, বাত, ব্যথা, হেপাটাইটিস ইত্যাদি সব ধরনের জটিল ও পুরনো রোগের গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয়।’ চাঁদপুরের ক্যাবল অপারেটরদের চ্যানেলে চলছে এ ধরনের চটকদার বিজ্ঞাপন। সাধারণ মানুষ এসব বিজ্ঞাপন দেখে সুচিকিৎসা পাওয়ার আশায় চিকিৎসকের কাছে গিয়ে হচ্ছেন প্রতারিত।এ সব প্রতিষ্ঠান গুলো ঢাকা.চট্রগামসহ দেশের বিভিন্ন জেলার প্রশাসনের নাকের ডগায় হারবাল চিকিৎসার নামে প্রতারণা চললেও নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ।
এ সব প্রষ্ঠিানগুলো চাঁদপুরের ক্যাবল অপারেটরদেও চ্যানেল প্রচার করছে তাদের এসব অপচিকিৎসার অশ্লীল বিজ্ঞাপন,এ সব হারবাল প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ভাষা খুবই অশ্লীল যা প্রচারের কারনে ছেলে.মেয়ে.বাবা-মার সামনে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। চিকন দেহ মোটাকরণের নামে স্টেরয়েড খাওয়ানোয় ক্যানসার, কিডনি ও লিভার বিকল হওয়ার ঝুঁকি বাড়ছে। ২৪ ঘণ্টায় যৌনরোগও প্যারালাইসেস সারিয়ে তোলার মতো কোনো বিজ্ঞানসম্মত মহৌষধ পৃথিবীর কোনো দেশে এখনো আবিষ্কার হয়নি।
জানা যায়, এ সব হারবাল প্রতিষ্ঠানগুলো তাদের চিকিৎসার খরচ উল্লেখ করে বিজ্ঞাপনদেয় যা সম্পূর্ন চিকিৎসা বিজ্ঞানের বর্হিভূত কারন সব রোগীর চিকিৎসা এবং ঔষধ খরচ এক রকম হতে পারে না।তাদের প্রতিটি চিকিৎসা প্যাকেজ ব্যাবস্থা যেমন -যৌন ১৫৫০/=,হাঁপানি -১২০০/,অর্শ্ব-১৫৫০/=,চিকুন স্বাস্থ্য মোটা-১২০০/= ইত্যাদি কিন্তু চিকিৎসা নীতিতে এভাবে নির্ধারন করে টাকা নেওয়ার কোনো নিয়ম নাই।
অনুসন্ধানে জানা যায়, হারবাল চিকিৎসার নামে জমজমাট ব্যবসা ফেঁদেছেন একশ্রেণীর ওষুধ বিক্রেতা। মূলত যৌনরোগ সারানোর ধুয়া তুলে চলছে লাগামহীন বাণিজ্য। এসব প্রতিষ্ঠানের অশ্লীল বিজ্ঞাপনে প্রচারণা চালাচ্ছে। স্থানীয় ক্যাবল টিভি অপারেটরদের চ্যানেলের মাধ্যমে অশ্লীল ভাষার এসব বিজ্ঞাপন ।