স্টাফ রিপোর্টার:॥
প্রশিক্ষকপ্রাপ্ত জাতীয় ঈমাম ও খানকায়ে প্রতিনিধিদের সম্মেলন অনষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের বিষ্ণুদী ইসলামিয়া (মোহসিনিয়া) সিনিয়র মাদ্রাসায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি বলেন, পৃথিবী শাসনের অন্যতম হাতিয়ার হচ্ছে জ্ঞান। আপনাকে উত্তম থেকে উত্তমতর কিছু করতে হলে আগে জ্ঞান অর্জন করতে হবে। আবার শুধু জ্ঞানিই হলেই হবে না তা আপনাকে প্রয়োগের সক্ষমতা থাকতে হবে। আপনারা আপনাদের দক্ষতা প্রয়োগের মধ্য দিয়েই ইসলামিক দৃর্ষ্টিকোন থেকে সমাজের জন্য অবদান রাখতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশ্রাফুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, বিষ্ণুদী ইসলামিয়া (মোহসিনিয়া) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে স্বগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের হিসাবক মোঃ আব্দুল হানিফ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষকপ্রাপ্ত জাতীয় ঈমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম, আল হেলাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইসার মোঃ সামসুদ্দিন ও গোলাম মোস্তফা। নাতে রাসুল পরিবেশন করেন মাসানিগাছা বাজার জামে মসজিদের খতিব মাওলানা গোলম কিবরিয়া। অনুষ্ঠানের শুরতে কোরআন তেলাওয়াত করেন ফাইন্ডেশনের প্রাক প্রাথমিক শিক্ষক মাওলাান জাকির হোসেন।