প্রতিনিধি
চাঁদপুর শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের সাথে জড়িত থাকার অভিযোগে ও গ্রামথেকে আগত রোগীদেরকে টানা হেঁচরা করায় এক দালালকে হাতে নাতে আটক করে উপস্থিত জনতা কতৃক গন ধোলাই দিয়ে মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। জানাযায়, গতকাল দুপরে শহরের পাল বাজার মোড় ব্রীজের গোড়া থেকে রিক্সা চালক পুরাণ বাজার এলাকার মৃত আসলাম সর্দারের ছেলে শাহাবুদ্দিনকে স্থানিয় জনতা আটক করে গন ধোলাই দেয়। তারপর তাকে পুলিশের হাতে সোপর্দ করে। জনতা জানায় গত কয়েকদিন পুর্বে ফরিদগঞ্জ থেকে আসা এক রোগীকে উন্নত চিকিৎসার নামে শহরের কোন একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে পরিক্ষা নিরিক্ষার নামে মোট অংকের অর্থ হাতিয়ে নেয়। উক্ত মহিলা এ ঘটনা পালের বাজার সামনে ব্রীজে গোড়ায় এসে কান্নায় ভেঙ্গে পরে উপস্থিত লোকদেরকে জানায়। গতকাল বৃহস্পতি বার দুপুওে রিক্সা চালক শাহাবুদ্দিন ও তার সহযোগী পুরান বাজার এলাকার নুরু,সুমন,আলম,মাসুদ সহ আরো ৪/৫ জনের একটি চক্র গ্রাম থেকে আসা রোগীদের অপেক্ষায় পালবাজার সামনের ব্রীজের গোড়ায় রিক্সা নিয়ে অপেক্ষা করে। এ সময় এক রোগীকে ভুল বুঝিয়ে তার কাছে ভালো ডাক্তার আছে বলে রিক্সায় তুলে নিয়ে যাওয়ার জন্য টানা হেচরা করার সময় উপস্থিত জনতা তাকে আটক করে গণ ধোলাই দেয়। আটক শাহাবুদ্দিন উপস্থিত জনতার ধোলাই খেয়ে জানায় তার সহযোগী সুমন,নুরু ,হাত লুজা আলম, মাসুদ শহরের কয়েকটি প্রাইভেট ক্লিনিক থেকে অগ্রিম দালালির টাকা নিয়ে থাকে। এর মধ্যে উল্লেখ যোগ্য ষ্টেডিয়াম রোডের আধুনিক ডায়াগনষ্টিক, খান ডায়াগনষ্টিক, আজাদ ডায়াগনষ্টিক , মীম ডায়গনষ্টিক,ইবনেসিনা ডায়াগনষ্টিক,মেঘনা ডায়াগনষ্টিক সেন্টার,ডক্টরস ক্লিনিক প্রাইম ডায়াগনষ্টিক, সহ বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল গুলো চলছে এ ধরনের ভ্রাম্মমান দালালদের উপড় নির্ভর করে। শাহাবুদ্দিনকে আটকের সময় তার সহযোগী ৫/৬ জন দৌড়ে পালিয়ে যায়। এ আটকের খবর শুনে বেশ কয়েকজন প্রইভেট মালিক ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দালালরা তাকে ছুটানোর জন্য মডেল থানায় তদবির করতে দেখা যায়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।