প্রেস বিজ্ঞপ্তি
গতকাল ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগণস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘চাঁদপুর সেন্ট্রাল হাসপাতাল’ রোগী সেবা নিয়ে সঠিক তদন্ত ও যাচাই না করে অন্যায়ভাবে হামলা ও ভাংচুর ঘটনার জন্য অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ দুঃখ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করেন। সভায় চাঁদপুরে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, প্যাথলজি, ডাক্তারদের চেম্বারে হামলা ও ভাংচুর ঘটনার জন্য পুনঃ নিন্দা প্রকাশ করা হয়। অন্যায়ভাবে উক্ত প্রতিষ্ঠানগুলোর উপর হামলা ও ভাংচুর বন্ধ করা এবং প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
শুধুমাত্র জরুরি রোগীদের ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা সেবা নেয়ার জন্য অনুরোধ করেছেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এণ্ড ডায়াগণস্টিক ওনার্স সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল ফারুক।