সংবাদ বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ পুলিশের প্রাক্তন এডিশনাল ডিআইজি এম.এ. বারী মিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। তিনি আজ বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাক স্কায়ার হাসপাতালে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকার কৃতি সন্তান। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ বহুগুণগ্রাহী রেখে যান।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা ঢাকার মিরপুরস্থ ইব্রাহীমপুর মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ বুদ্ধিজিবী কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন সম্পন্ন করা হবে।
তিনি দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠা লগ্নে সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন। তার মৃত্যুতে দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার পরিবারের পক্ষ থেকে এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কমনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।