২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার চাঁদপুর জেলার ফলাফল এবার তেমন একটা সন্তোষজনক হয়নি। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি উভয়ই কমেছে। জেলায় এবার পাসের হার ৯৮.৬০%। আর গত বছর ছিলো ৯৯.৪৭%। এ বছর উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪শ’ জন। আর গত বছর পেয়েছে ১০ হাজার ৭শ’ ৩৫জন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, চাঁদপুর জেলায় এবার পিইসিই তথা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট অংশ নিয়েছে ৪৬ হাজার ৬শ’ ৭৯ জন, পাস করেছে ৪৬ হাজার ২শ’ ৯০ জন। পাসের হার ৯৯.১৭%। আর জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯শ’ ৩৯ জন।
ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ বছর জেলায় অংশ নিয়েছে মোট ৫ হাজার ৯শ’ ৩১জন, পাস করেছে ৫ হাজার ৫শ’ ৮৫জন। পাসের হার ৯৪.১৭%। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৫জন। আর গত বছর জিপিএ-৫ পেয়েছে ২শ’ ৩ জন।
উল্লেখ্য, গতকাল শনিবার সারাদেশের একযোগে পিইসিই, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।