মিজান লিটন
ছোট্ট সোনামণিদের শিক্ষা জীবনের প্রথম বোর্ড পরীক্ষা হচ্ছে পিএসসি তথা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রাথমিক শিক্ষার গণ্ডি ফেরোনোর এ বোর্ড পরীক্ষার ফলাফল গতকাল ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়। তবে এবার পরীক্ষার সময় দেশে রাজনৈতিক অস্থিরতা এবং লাগাতার হরতাল-অবরোধের কারণে পরীক্ষা নির্দিষ্ট সময়ে শুরু হতে পারেনি এবং নির্দিষ্ট সময়ে শেষও হয়নি। বারবার পরীক্ষার তারিখ পরিবর্তন করায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং তাদের প্রস্তুতির স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে বেশ উৎকণ্ঠার মধ্যে ছিলো। অবশেষে চরম প্রতিকূলতার মাঝেও সরকার নির্দিষ্ট সময়ে ফলাফল সম্পন্ন করেছে। বরাবরের মতো এবারো চাঁদপুর জেলার সার্বিক ফলাফল খুবই ভালো হয়েছে। পাসের হার গত বছরের সমান হলেও এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। আর সারাদেশ এবং চট্টগ্রাম বিভাগের গড় পাসের হারের চেয়েও চাঁদপুর জেলার পাসের হার বেশি। চাঁদপুরের গৌরব হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারো চট্টগ্রাম বিভাগের মধ্যে সেরা।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে যে, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী মিলিয়ে চাঁদপুর জেলায় মোট পরীক্ষা দিয়েছে ৫৭ হাজার ৩শ’ ৫৪ জন। এদের মধ্যে পাস করেছে ৫৬ হাজার ৯শ’ ৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৬শ’ ২৪ জন। পাসের হার ৯৯.২৭ ভাগ। পৃথকভাবে এর পরিসংখ্যান হচ্ছে : প্রাথমিক সমাপনীতে পরীক্ষা দিয়েছে ৫০ হাজার ৮শ’ ৪১ জন, পাস করেছে ৫০ হাজার ৫শ’ ৫৬ জন। পাসের হার ৯৯.৪৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪শ’ ৫৫ জন। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে পরীক্ষা দিয়েছে ৬ হাজার ৫শ� ১৩ জন, পাস করেছে ৬ হাজার ৩শ� ৮৩ জন। পাসের হার ৯৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১শ� ৬৯ জন। সারাদেশে প্রাথমিক সমাপনীতে গড় পাসের হার ৯৮.৫৯ ভাগ, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৯৮.৭৯ ভাগ। আর ইবতেদায়ী সমাপনীতে সারাদেশে গড় পাসের হার ৯৫.৮ ভাগ। সারাদেশের পাসের হার বিবেচনায় দেখা যায় চাঁদপুর জেলায় উভয় পরীক্ষায় পাসের হার বেশি।
এ দিকে চাঁদপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারো চট্টগ্রাম বিভাগে সেরা অবস্থানে রয়েছে। এবার এ বিদ্যালয় থেকে ৩শ’ ৪১ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১শ’ ৫৩ জন। গত বছরও এ স্কুলটি চট্টগ্রাম বিভাগে সেরা হয়েছিলো। সে বছর জিপিএ-৫ পেয়েছে ১শ’ ৩১ জন।