প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষে সচেতন নাগরিক কমিটি-সনাক, চাঁদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র আয়োজনে গতকাল সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সদস্য মোঃ আব্বাস উদ্দিনের পরিচালনায় ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসএমসি’র ভূমিকা গুরুত্বপূর্ণ। উত্তর তরপুরচণ্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পূর্বে রেজিষ্ট্রার স্কুল ছিলো। সরকারের ঘোষণা অনুযায়ী স্কুলটি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পাঠদান চলছে। টিআইবি ও সনাক চাঁদপুর আজ যে প্রতিবেদনটি উপস্থাপন করেছে তাতে আমরা বিদ্যালয়ের অনেক সমস্যা লক্ষ্য করেছি।
আশা করি, সকলের সহযোগিতায় স্কুলের উন্নয়নের জন্য সমস্যাগুলোর সমাধান করবো। তিনি চাঁদপুর সনাক তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এরকম একটি অনুষ্ঠান করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি কাজী শাহাদাত। তিনি বলেন, সনাক ও টিআইবি স্থানীয় পর্যায়ে মূলত শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিষয়ে কাজ করছে। সেই লক্ষেই মূলতঃ আজ আপনাদের সাথে শিক্ষা বিষয়ক এই মতবিনিময় সভা। তিনি বলেন, আমরা ২০০৭ সাল থেকে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক শিক্ষার মডেল হিসেবে উন্নীত করার লক্ষে কাজ করছি এবং আমাদের বেইজ লাইনের রিপোর্টের উপর নির্ভর করে উত্তর তরপুরচণ্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করছি। আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা লক্ষ্য করেছি। সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা আপনাদের সাথে বিভিন্ন সময় মতবিনিময় সভা করে যাচ্ছি। কৌশলগত উপস্থাপনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষের সহযোগিতা চলমান থাকলে সনাক, চাঁদপুর তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে।
বিগত ২৮ এপ্রিল উত্তর তরপুরচণ্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, ২০০৯ সালে সনাকের উদ্যোগে উত্তর তরপুরচণ্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেইজ লাইন জরিপ অনুষ্ঠিত হয়েছিলো। সেই রিপোর্টের উপর ভিত্তি করে ২৮ এপ্রিল সনাকের আয়োজনে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিলো। সেখানে আমরা বিদ্যালয়ের কিছু সমস্যা লক্ষ্য করেছি। যেমনঃ বিদ্যালয়ের নিজস্ব কোন ডিপ টিউবওয়েল নেই, শিক্ষার্থীর উপস্থিতি কম, ঝরে পড়ার প্রবণতা রয়েছে, শিক্ষক স্বল্পতা, পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই এবং শিক্ষকবৃন্দের বসার জন্য কক্ষের অভাব, বিদ্যালয়ের সেবা সংক্রান্ত নাগরিক সনদ/তথ্য প্রচারের ব্যবস্থা নেই (যা ইতিমধ্যে সনাক থেকে বাস্তবায়ন করা হয়েছে), ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সক্রিয় নয়, শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম, শ্রেণীকক্ষে ফাটল, বিদ্যুৎ সংযোগ নেই, আসবাবপত্রের স্বল্পতা।
তিনি বলেন, আমরা আশা করি আপনাদের ও বিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতা থাকলে সকল সমস্যার সমাধান করা সম্ভব। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহআলম বলেন, সনাক চাঁদপুর যে প্রতিবেদনটি উপস্থাপন করেছে তার প্রত্যেকটি সমস্যা স্কুলটিতে বিরাজমান। সনাক যেভাবে উত্তর তরপুরচণ্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো তুলে এনেছে এজন্য সনাক চাঁদপুরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
পুরাণবাজার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চের সমস্যা ও অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব জামিল হায়দার বুলবুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাতেন মিয়াজী বলেন, স্কুলটিতে শিক্ষার্থীর চেয়ে বেঞ্চের সংখ্যা খুবই কম এবং সরকারি নির্দেশ মোতাবেক ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে শিক্ষার্থীদের ভর্তি করানোর কথা থাকলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক সময় বাহির থেকেও শিক্ষার্থী ভর্তি করাতে হয়। তাঁরা উক্ত ওয়ার্ডে আরেকটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি করেন। তাঁরা স্কুলের শিক্ষার মানোন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, উক্ত দু’টি স্কুলেই অনেক সমস্যা বিরাজমান। আমি আশা করছি, উক্ত দু’টি বিদ্যালয়ের যে সকল সমস্যা বিদ্যমান রয়েছে ক্রমান্বয়ে আপনাদের ও স্কুলের ম্যানেজিং কমিটির সহায়তায় সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবো এজন্য সনাক ও টিআইবি’র সহযোগিতা কামনা করছি। সনাক ও টিআইবি উত্তর তরপুরচণ্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপর যে প্রতিবেদন উপস্থাপন করেছে সেজন্য টিআইবি ও সনাক চাঁদপুরকে ধন্যবাদ জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে সনাক সদস্য ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ হোসেন খান বলেন, যেকোন বিদ্যালয়ে কিছু কিছু সমস্যা বিদ্যমান থাকে শিক্ষা কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটিগুলো আন্তরিক থাকলে সকল সমস্যার সমাধান করা সম্ভব। তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভায় স্কুলের উন্নয়নের জন্য মা সমাবেশের আয়োজন, বিদ্যুৎ সংযোগ ও এসএমসি’র সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সনাক সদস্য প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সনাক সদস্য কৃষ্ণা সাহা, সবিতা বিশ্বাস, টিআইবি কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।