মেয়র নির্বাচিত হলে হোল্ডিং ট্যাঙ্ আগের পর্যায়ে রাখা, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন এবং দলমত নির্বিশেষে সবার মেয়র হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। ভোট উৎসবের সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করার দাবি আর ভয়কে জয় করে ভোটারদের কেন্দ্রে যাবার আহ্বান জানান বিএনপি প্রার্থী। অপরদিকে দুর্নীতিমুক্ত সামাজিক উন্নয়ন করার প্রতিশ্রুতি চরমোনাই পীর মনোনীত মেয়র প্রার্থীর। এ ছাড়া নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন কাউন্সিলর প্রার্থীরাও। নির্বাচনী মাঠে সব প্রার্থীর প্রচারণা থাকলেও নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কম চোখে পড়ছে।
মেয়র পদে প্রার্থীরা হলেন : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল (নৌকা), বিএনপির আক্তার হোসেন মাঝি (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাতপাখা)। এদিকে কয়েকটি ওয়ার্ডে দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী নিয়ে জটিলতা রয়েছে।
বিভ্রান্তি দূর করতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর টিপু ও পৌর সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগের দলীয় সমর্থিত নারী এবং পুরুষ কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা শনিবার প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, ২নং ওয়ার্ডে দল থেকে কাউকে সমর্থন দেয়া হয়নি। এ ছাড়া আরো কয়েকটি ওয়ার্ডে তাদের বিদ্রোহী একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছে। বিএনপিরও আছেন একাধিক ওয়ার্ডে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী।
চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা করেছে জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধান এবং সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। সভায় পুলিশ-র্যাব, নির্বাচন অফিস কর্মকর্তারাসহ আইন-শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল হোসেন জানান, পৌরসভার ১৫টি ওয়ার্ডে নির্ধারিত ৫২টি কেন্দ্রে মোট ৩০৫টি কক্ষ ব্যবহারের জন্য চূড়ান্ত করা হয়েছে। এখানে ভোটারের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭ জন। এর মধ্য পুরুষ ৫৮ হাজার ১শ’ ৪৪জন এবং মহিলা ভোটার ৫৮ হাজার ৩৪৩জন।
নির্বাচনে ৫২ কেন্দ্রে ৫২ জন প্রিজাইডিং অফিসার, ৩০৫টি কক্ষে ৩০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং কক্ষপ্রতি ২ জন পোলিং অফিসার অর্থাৎ ৬১০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা নির্বাচনটি এর আগে বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। গত ২৯ মার্চ এই নির্বাচনটি হওয়ার কথা ছিলো। এর আগে ১৬ মার্চ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
চাঁদপুর নিউজ সংবাদ