স্টাফ রিপোর্টার:
ইচলী-চাঁদপুর-ঢাকা নৌ-রুটে চলাচলকারী এমভি প্রিন্স অব রাসেল-৩ লঞ্চে অসামাজিক কার্যকলাপ প্রতিদিনই চলছে। মেসার্স জাহিদ শিপিং লাইন্সের এ লঞ্চটি প্রতিদিন চাঁদপুর থেকে সকাল ১১টায় ও ঢাকা সদরঘাট থেকে রাত সাড়ে ১২টায় আসা-যাওয়া করছে।
সাধারণ যাত্রীদের অভিযোগ, লঞ্চের ২য় ও ৩য় তলায় সবগুলোই কেবিন। নিচতলায় ডেক ও চেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত কেবিন থাকায় যাত্রী ওঠানোর কৌশল হিসেবে লঞ্চে পতিতাদেরও রাখা হয়। এই লঞ্চে স্টাফও বেশি। ভাড়া কম নেয়া হয় না। যাত্রীদের সাথে জামাল নামের কেরানি খুবই খারাপ আচরণ করে। অনেকটাই সন্ত্রাসী কায়দায় যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে। অথচ সদরঘাটে ৭০/৮০ টাকা ডেকে ডেকে যাত্রীদের লঞ্চে উঠানো হলেও তাদের কাছ থেকে ১০০ টাকা, চেয়ার ১৫০ টাকা আদায় করছে।
কেরানি জামালের বিরুদ্ধে অভিযোগ, তার প্ররোচনায় লঞ্চে পতিতাবৃত্তি হচ্ছে। এসব অপকর্ম ও লঞ্চের স্টাফদের দুর্ব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রী সাধারণ। পরিবার পরিজন নিয়ে এই লঞ্চে ওঠার পর তারা অসামাজিক কাজকলাপ অাঁচ করতে পেরে খুবই বিব্রত পরিস্থিতির শিকার হয়। উল্লেখ্য, অন্য রুট থেকে এই লঞ্চটি চাঁদপুর রুটে ঢুকানো হয়েছে।