স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালের ডাঃ মোবারক হোসেন চৌধুরীর চেম্বার থেকে সিসি ক্যামেরার মেশিন জব্দ করেছে মডেল থানা পুলিশ। গত বুধবার দুপুরে মডেল থানার এসআই আনোয়ার শাহেদ চৌধুরী হত্যার তদন্ত কাজের স্বার্থে এটি উদ্ধার করেন। একই সময় পুলিশ নিহত স্কুল ছাত্র শাহেদের রুম থেকে বালিশ, তোষকও উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ডাঃ মোবারক হোসেন চৌধুরীর বাসার দ্বিতীয় তলায় তারই ভাগ্নে স্কুল ছাত্র শাহেদ চৌধুরী নৃশংসভাবে খুন হয়। এ খুনের ঘটনা ধামাচাপা দিতে অত্যন্ত গোপনীয়তার সাথে নিহত শাহেদকে তাদের গ্রামের বাড়ি ফরিদগঞ্জের সুবিদপুর চৌধুরী বাড়িতে দাফন করা হয়। মর্মান্তিক এ হত্যাকান্ড নিয়ে পুরো চাঁদপুরে তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে হত্যাকান্ডে ২৬ দিন পর গত ৬ মে নিহত শাহেদের মা মিতা রহমান চাঁদপুর মডেল থানায় এসে তার ছেলের হত্যার ঘটনায় এজাহার দায়ের করেন। পুলিশ এখন এ মামলার তদন্ত করছে।