বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন সোনিয়া আক্তার (২৬) নামে এক প্রেমিকা। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি গ্রামের প্রেমিক শেখ মাহবুব আলমের বাড়িতে অনশন শুরু করেন তার প্রেমিকা সোনিয়া। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
অনশনরত সোনিয়া ও এলাকাবাসী জানান, এক বছর ধরে স্থানীয় সহিদ উল্যাহর ছেলে মাহবুব আলমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সোনিয়ার। এরপর থেকে বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানা স্থানে রাখে প্রবাসী মাহবুব। বিয়ের প্রলোভনে তাকে দৈহিক সম্পর্কেও জড়াতে বাধ্য করা হয় বলে অভিযোগ সোনিয়ার। পরে সে গত ১৫ নভেম্বর চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলেও সোনিয়া তার প্রেমিক মাহবুবের বাড়িতে গতকাল শনিবার সকালে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে অনশন শুরু করে।
এ ব্যাপারে প্রবাসী মাহবুব রহমানের পিতা সহিদ উল্যাহ সাংবাদিকদের জানান, আমার ছেলে বাড়িতে নেই। কিন্তু এই মেয়েটি এসে আমার বসতঘরে ঢুকে আমাদের লাঞ্ছিত করে এবং ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে। পরে আমি থানায় খবর দেই। সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ সন্ধ্যায় এসে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক পলাশ বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করি। বর্তমানে উভয় পক্ষ বর্তমানে থানায় আছে।