প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার (১৯) তার প্রেমিকের সাথে ঘুরতে যাওয়ার কারণে মা শাসন করেছেন। আর এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তানজিলা আত্মহত্যা করেছে। গত ৩ আগস্ট রাতে চাঁদপুর সদর উপজেলার আমানউল্যাহপুর গ্রামের বেপারী বাড়ি তানজিলার মামার বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে পুলিশকে না জানিয়ে মামা ও মামী তানজিলার নিজ বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও গ্রামে লাশ দাফন করতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কলেজ ছাত্রী তানজিলা আক্তার মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো। স্কুলে পড়াশোনা অবস্থায় নারায়ণপুর এলাকার নয়ন নামে এক মাদ্রাসা ছাত্রের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সে মুন্সীরহাট কলেজে ভর্তি হওয়ার পর ঐ এলাকার জহির নামক আরেক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ৩ আগস্ট জহিরকে নিয়ে তানজিলা ঘুরতে বের হলে পূর্বের প্রেমিক নয়ন দেখে তানজিলার মাকে বিষয়টি জানায়। তানজিলার মা সেদিনই মামার বাড়িতে এসে তাকে শাসন করে নিজ বাড়িতে চলে যায়। ঐ দিন রাতেই তানজিলা তার মামার ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে তার মামা কামাল বেপারী ও তার মামী তা দেখে কাউকে না জানিয়ে তার মায়ের সাথে আলাপ আলোচনা করে লাশ তাদের বাড়িতে নিয়ে যায়। তারা তানজিলার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে লাশ দাফন করার চেষ্টাকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর প্রেরণ করে।