চাঁদপুর নিউজ রিপোর্ট
বড় বোনের প্রেমে বাধা দেয়াই কাল হলো স্কুল ছাত্র সাহেদ চৌধুরীর। বোন ও বোনের প্রেমিকের উপর্যুপরি আঘাতে এ পৃথিবী থেকে বিদায় নিতে হলো হতভাগ্য ছোট ভাইকে।
ফরিদগঞ্জের গোবিন্দপুর চৌধুরী বাড়ির সন্তান সাহেদ পৃথিবীর আলো দেখার আগেই পিতাকে হারায়। এরপর থেকে সাহেদ, সাহেদের মা ও বোনসহ পরিবারের সদস্যরা চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় হাজী মহসিন রোডে অবস্থিত আত্মীয়ের বাসায় চলে আসে। এখানেই তারা বড় হয় এবং পড়াশোনা করে। তাদের মা শারীরিকভাবে অসুস্থ। সাহেদের বোন হিরা চৌধুরী চাঁদপুর সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী। জানা গেছে, হিরাকে আদালত পাড়ার মুন নামে এক যুবক পড়াতো। এরই সুবাধে তাদের দু�জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বোনের এ প্রেমে বাধা দেয় ছোট ভাই আল-আমিন একাডেমীর ১০ম শ্রেণীর ছাত্র সাহেদ চৌধুরী। প্রেমের এ বাধাটি বোন স্বাভাবিকভাবে নিতে পারে নি। গত ১১ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই বাসায় (যেখানে তারা থাকে) বোন হিরা ও তার প্রেমিক মুনসহ সাহেদের মাথায় উপর্যুপরি আঘাত করে। এসে সে গুরুতর জখমপ্রাপ্ত হলে তাকে ওই দিনই মুমূর্ষু অবস্থায় ঢাকা নিয়ে যাওয়া হয়। কিন্তু ঢাকা নেয়ার পথেই সাহেদ মারা যায়। পরে গভীর রাতে সাহেদের লাশ গ্রামের বাড়ি গোবিন্দপুর চৌধুরী বাড়িতে নিয়ে অত্যন্ত গোপনীয়তার সাথে দাফন করা হয়।