প্রতিনিধি =
চাঁদপুর সদর উপজেলার বালিয়ায় প্রেমের টানে ঘর ছেড়ে বিয়ে করেও শেষ রক্ষা হলো না প্রেমিক তরুণ তরুণীর। গত ২৮ নভেম্বর রাতে চাঁদপুর মডেল থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে এসেছে।
ঘটনাটি ঘটেছে বালিয়া ইউনিয়নের গাজী বাড়িতে। আবার কেউ বলে বেপারী বাড়িতে। একই বাড়ির ওমান প্রবাসী আব্দুর রশিদ গাজীর কিশোরী কন্যা বালিয়া দেশ উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়া জান্নাত আক্তার (১৮) তার জেঠাত ভাই রফিক বেপারীর ছেলে নাছির বেপারী (২৫), এর সাথে ৩ বছর প্রেম করে গত ১৩ নভেম্বর ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পালিয়ে যায়। তারা প্রথমে ঢাকার কামরাঙ্গির চরে চলে যায়। সেখানে গিয়ে তারা ইসলামী শরীয়তমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ৫ দিন পর তারা নিজ বাড়িতে ফিরে আসে। এ ব্যাপারে জান্নাতের প্রেমিক নাছির বেপারীকে প্রধান আসামী করে চাঁদপুর মডেল থানায় তার মেয়েকে অপহরণ করেছে মর্মে লিখিত অভিযোগ দেয়। ২৮ নভেম্বর রাতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক গৌতম জান্নাত এবং নাছির বেপারীকে আটক ও উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।