মতলব উত্তর :প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার কালীপুর চৌধুরী বাড়ির বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহতাব উদ্দিন চৌধুরী (বাবলু চৌধুরী)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কালীপুর হাইস্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের পতাকা প্রদান করা হয়। পরে পুলিশ প্রশাসন গার্ড অব অনার প্রদান করে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, সিরাজুল ইসলাম, মরহুমের ছোট ভাই শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিকারুদ্দৌলা চৌধুরী, সোনালী ব্যাংকের সাবেক এজিএম কাইজার সালাউদ্দিন চৌধুরী, সাংবাদিক খালেদ চৌধুরী, মতলব উত্তর বিআরডিবির সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহীন, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, মতলব বিআরডিবির সভাপতি সোহেল চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতলব উত্তর থানার এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স বিউগলের সুরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহতাব উদ্দিন চৌধুরীর (বাবলু চৌধুরী) প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মরহুম মাহতাব উদ্দিন চৌধুরী (বাবলু চৌধুরী) জীবন বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পারিবারিক জীবনে তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ১৯৭১ সালে মহান স্বাধীনতার সময় মতলবের অন্যতম মুক্তিযোদ্ধা সংগঠক, প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক মরহুম ফয়েজ আহমেদ চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি।
মাহতাব উদ্দিন চৌধুরী (বাবলু চৌধুরী) শনিবার রাত ১১টায় ঢাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রোববার কালীপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।