- বিএনপি নেতাদের মামলায় হঠাৎ গতি
- টুকু ও আমানকে আত্মসমর্পণের নির্দেশ
- শিমুলের নামে গ্রেফতারি পরোয়ানা
- বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তিতে হঠাৎ গতিসঞ্চার হয়েছে। ঢাকার বিভিন্ন আদালতে বর্তমানে বেশ কিছু মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে দ্রুতগতিতে। শীর্ষস্থানীয় অনেক নেতাকে এখন প্রায় প্রতিটি কার্যদিবসে আদালতে হাজিরা দিতে হচ্ছে। দিবসের প্রথমভাগ নেতাদের চলে যাচ্ছে আদালতের বারান্দায়। গত তিন দিনে নেতাদের তিনটি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। কোনো কোনোটি সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতার অভিযোগে করা মামলাগুলোও সচলের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। বিএনপির কেন্দ্রীয় ৩৫ নেতার বিরুদ্ধেই ১ হাজার ৩৬২টি মামলা বিচারাধীন রয়েছে।
- গতকাল রবিবার রাজধানীর পল্টন মডেল থানার নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৮ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এছাড়া গতকাল আট বছর আগে রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬০ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করেছে আদালত। এই মামলায় শামসুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিতির সময় প্রার্থনা করলে তা নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এর আগে গত ১ সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় রুহুল কবির রিজভী ও যুগ্মমহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করে আদালত। এই তিন মামলায় মোট ৭৪ নেতার বিচার কার্যক্রম শুরু করলেন আদালত।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।