এম. সাখাওয়াত হোসেন মিথুন:
গত শুক্রবার ভোরে ফরিদগঞ্জে সিলিন্ডার গ্যাস রিস্ফোরিত হয়ে বসতঘর সহ ঐ ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঐ ঘরের সকলে অল্পের জন্য প্রানে বেঁচে গেছে। আর ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের ভূঁইয়া বাড়ীর মাওলানা সফিকুল ইসলামের বসত ঘরে।
এদিন ভোরে সফিকুল ইসলামের স্ত্রী রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে চুলা জ্বালাতে গিয়ে আগুন দেওয়ার সাথে সাথে সিলিন্ডারটি বিকট শদ্বে বিস্ফোরিত হয়। এর পর সাথে সাথে পুরো ঘরে আগুন লেগে যায়। এ সময় ঘরে থাকা পরিবারের সকলে ঘুম থেকে জেগে দৌড়িয়ে পালিয়ে রক্ষা পায়। এ আগুনে পুড়ে যাওয়া বসত ঘরের থাকা ৫ ভরি স্বর্ন, ১টি ফ্রিজ, ১ টি রঙ্গিন টিভি, ৫ টি সিলিং ফ্যান, ১ টি ষ্টীলের আলমারী সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে হাজীগঞ্জ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বে আগুনে সব শেষ হয়ে গেছে।