ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ফরাজীকান্দি দরবারের মরহুম পীর আল্লামা শায়খ ড. মানযূর আহমদ ছিলেন একজন কামেল পীর। তাঁর জীবদ্বশায় তিনি এই কমপেক্সের ব্যাপক প্রসার ঘটিয়েছেন তাই তাঁর স্মৃতি ধরে রাখতে এখন আমাদের দায়িত্ব এই কমপেক্সের ব্যাপক উন্নয়ন ঘটানো। তিনি আরো বলেন, গত ১ অক্টোবর তিনি পরপাড়ে চলে যাবার পর সাময়িক ভাবে এখানে কিছুটা সমন্বয়হীনতা থাকলেও আশা করি তা কেটে যাবে। আমাদের মনে রাখতে হবে, এই ফরাজীকান্দি কমপেক্সের ঐতিহ্য ধরে রাখতে সকলে মিলে মিশে কাজ করতে হবে।
শুক্রবার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি কমপেক্স মসজিদে আলামা শায়খ ড. মানযূর আল-আহমাদী উয়েসী রিফায়ী (রাঃ) বেসাল দিবস উপলক্ষ্যে আয়োজিত নেদায়ে ইসলামের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। ইফতার মাহফিলে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মরহুম পীরের সুযোগ্য পুত্র আল্লামা শায়খ মাশউদ আহমদ।
জামায়াত ও হেফাজত নয়, শেখ হাসিনাই ইসলামের রক্ষক বলে দাবি করেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, যার মাথার কাপড় কখনও পড়ে না, যিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করেন তিনি ইসলামের কোনো ক্ষতি করতে পারেন না। বরং তিনিই ইসলামের রক্ষক। কিন্তু আগামী নির্বাচনকে সামনে রেখে জামায়াত ও হেফাজত ইসলামের নামে শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে অপপ্রচার চালাচ্ছে। যারা শেখ হাসিনাকে ইসলাম বিদ্বেষী আখ্যা দেন তাদেরই ইসলামের শত্রু বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, অথচ এরাই নারীদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়। মেয়েদের পঞ্চম শ্রেণীর বেশি পড়াতে পারবে না বলে ফতোয়া দেয়। অথচ আমাদের নবীজি বলেছেন, জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশে যাও। এ থেকেই বোঝা যায় তারা ইসলামের রক্ষক নয় বরং তারাই ইসলামের দুশমন।
মরহুম পীরের ছোট ভাই আলামা শায়খ মোকাদ্দাস আহমদ এর সভাপতিত্বে এবং সমাজ সেবক ও শিক্ষানুরাগী মঞ্জুর আহমেদ মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেদায়ে ইসলামের সাধারন সম্পাদক ডাঃ ইসমাইল হোসেন সিরাজী, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট রুহুল আমীন, ফরাজীকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী তোফায়েল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী গাজী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব সিরাজদ্দৌলাহ, আলহাজ্ব আবু ইউসুফ মাষ্টার, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক চৌধুরী বাবুল, ফরাজীকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রব, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক গাজী কামাল হোসেন, সমাজ সেবক আঃ সালাম খোকা, আঃ গনি তপাদার, মানসুর আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা লিখন সরকার, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তানজিম সরকার রিয়াদসহ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।