চাঁদপুর: চাঁদপুরের ফরিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে ও দুপুর এ সব ঘটনা ঘটে।
মৃতরা হলো- ফরিদগঞ্জের হাঁসা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে আসমা আক্তার (১০), সে স্থানীয় হাঁসা প্রাথমিত বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, রামদাসেরবাগ গ্রামের ইউনুস মিয়ার ছেলে শাওন (২) ও কাউনিয়া গ্রামের সিরাজুল হক (৬০) ।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আসমা স্কুলে যাওয়ার জন্য বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেক্ষণ হয়ে গেলেও সে পুকুর থেকে না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে। পরে পুকুরে গিয়ে দেখে তার লাশ ভেসে আছে।
এদিকে, রামদাসেরবাগ গ্রামের ইউনুস মিয়ার ছেলে শাওন বাড়ির উঠোনে খেলা করতে করতে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে, কাউনিয়া গ্রামের সিরাজুল হক নারিকেল পাড়ার জন্য দুপুরে নিজ বাড়ির নারিকেল গাছে উঠেন। একপর্যায়ে তিনি পা ফসকে মাটিতে পড়ে যান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আমিনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কার্মকর্তা (ওসি) মো. নাজুমল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহগুলো ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের অনুমতি নিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।