ফরিদগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্রী মাজেদা খুনের প্রধান আসামী মোঃ মাঈন উদ্দিন (৩০)-কে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক সফিউল আজম উপজেলার ভাটিয়ালপুর এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করলে, আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, ২০১৩ সালের ২৩ ডিসেম্বর উপজেলার কাছিয়াড়া গ্রামের আব্দুল করিম মিজির ছেলে মাঈনউদ্দিনের সাথে একই উপজেলার সস্তোষপুর গ্রামের আমান উল্লাহ আমানের মেয়ে মাজেদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও পরিবারের লোকজন বিভিন্ন কারণে মাজেদার উপর নির্যাতন চালাতো।
ঘটনার দিন এ বছরের ২২ এপ্রিল গভীর রাতে মাজেদাকে তার স্বামী নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। ২৩ এপ্রিল মাজেদার মা শামছুন্নাহার বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ৪ মাসের অধিক সময়ের পর প্রধান আসামী মাঈন উদ্দিন গ্রেফতার হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক আসামী গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চলতি বছর প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে কৃতকার্য হয়েও পাসের খবর জানা হলো না নিহত কলেজ ছাত্রী মাজেদার।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।