মোঃ ইয়াছিন হোসেন সুজন :
ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় ফিলিস্তিনে ভূখন্ডে ইসরায়িলি গনহত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়ার আয়োজন করেছে। চরমান্দারী যুবসংঘের আয়োজনে চাঁদপুর রায়পুর আঞ্চলিক মহাসড়কের গৃদকালিন্দিয়া বাজারে আমরা ফরিদগঞ্জবাসীর ব্যানারে গত বুধবার সকালে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ১৬ ন্্ং ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ইসকান্দার আলী মিয়া, ইউপি চেয়ারম্যন ও বিএনপরি সভাপতি বিল্লাল হোসেন খান, ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক আব্দুল ছাত্তার কালা, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সুজন। দোয়া পরিচালনা করেন মোঃ খোরশেদ আলম। সার্বিক সহযোগীতায় রফিক, হারুন, মোহেবুল্লা, জাহিদ, জসিম মেহেদী, মুরাদ, সোহলে, মিশু, আরিফ, হৃদয়, বিল্লাল আশরাফুল হাবীবসহ প্রমুখ। আঞ্চলিক মহাসড়কে মানববন্ধনটি এক ঘন্টা থাকার পর বিক্ষোভ মিছিলটি গৃদকালিন্দয়া বাজারের গুরুত্বর্পর্ণ সড়ক পদক্ষিণ করে আবারো পূর্বের স্থানে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এসময় সকলের হাতে ইসরায়িলি আগ্রাসন বন্ধের দাবীতে নানা ধরনের শ্লোগান সম্বলিত পেস্টুন হাতে শোভা পায়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।