স্টাফ রিপোর্টার ॥
ইভটেজাররা জাতীর শত্রু, জনগণের শত্রু ও সমাজের শত্রু। এদের জন্য বহু মেয়েদের জীবন ধ্বংসের শিকার হয়েছে এবং তাােদর জীবনে অন্ধকার নেমে এসেছে। এমনি একটি ঘটনার শিকার ফরিদগঞ্জ উপজেলার চির্কাচাঁদপুর বহুমূখী স্কুল এন্ড কলেজের পার্শ্ববর্তী বেশ কিছু গ্রামের শিক্ষার্থীর জীবনে। এদের শিক্ষার আলো যে কোন সময় একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এখোনা তারা এই স্কুল এন্ড কলেজের নিয়মিত শিক্ষার্থী।
বেশ কিছু অভিভাবকের অভিাযোগ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার নাম করা স্কুল এন্ড কলেজ এই চির্কাচাঁদপুর প্রতিষ্ঠানটি। এই কলেজের বেশ কিছু ছাত্রীকে আসা যাওয়ার পথে কিছু বখাটে যুবক অসালীন আচরন করে এমনকি তাদের পথরোধ করে ইভটিজিং করে।
ইভটিজিংয়ের শিকার শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের বিষয়টি জানালে, তারা ভয়ে এদের বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ করতে সাহস পায়নি। কারণ পরবর্তীতে ইভটেজাররা অভিযোগকারীদের নাম ঠিকানা জানতে পরলে আরো বড় ধরনের বিপদ ঘটাতে পারে তাদের সন্তানদের।
ঐ কলেজের আশপাশের গ্রামের অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবকরা কর্মে জন্য প্রবাস জীবন কাটাচ্ছে। আবার অনেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে। তাদের মেয়েদেরকেই বেশী হয়রানী করে এ ধরণের বখাটে ইভটেজাররা। তারা যানে তাদেরকে বলার কেউ নেই।
ভূক্তভোগী পরিবারের কাছ থেকে জানা যায়, এরা মাদকের সাথে জড়িত। এমনকি এলাকার এমন কোন খারাপ কাজ নেই যার সাথে তারা জড়িত নয়। এদের মধ্যে কয়েকজন হলেন, উপজেলার ৯নং গবিন্দপুর ইউনিয়নের চরমুথা পাটওয়ারী বাড়ির সুফিয়ান পাটওয়ারীর পুত্র মিলটন, রায়হান, বিল্লালের পুত্র ফয়সাল ও চির্কা রাড়িবাড়িরর আশু রাড়ির পুত্র মিশু সহ নাম না জানা আরো বেশ কিছু যুবক স্কুল ও কলেজ গামী ছাত্রীদের পথরোধ করে প্রায় ইভটেজিং করে থাকে। তাদের ভয়ে ইভটেজিংয়ের শিকার শিক্ষার্থীরা সবসময় ভয়ে ও আতংকে থাকে। এ জন্যে প্রায় সময় তারা কলেজে যাওয়া থেকে বিরত থাকে। এক পর্যায়ে তাদের শিক্ষা জীবন প্রায় বন্ধ হয়ে যেতে পারে। এব্যাপারে কলেজের অধ্যক্ষ আবু জাফর সামছুদ্দিনের সাথে আলাপকালে তিনি জানান, আমি এ প্রতিষ্ঠানে এ বছরের জানুয়ারীতে জয়েন্ট করি। আর এ ধরণের ঘটনা ঘটা অস্বাভাবিক কিছুই নয়। কিছু বখাটে যুবক সমাজে অহরহো ঘটাচ্ছে। আমি আসার পর এক শিক্ষার্থীর অভিভাবক আমার কাছে এসে এধরনের অভিযোগ দিয়েছিলেন। আমি আমার প্রতিষ্ঠানের গভর্নিং বডিকে অবহিত করি। কিন্তু তারা কি প্রদক্ষেপ নিয়ে ছিল এ বিষয়ে জানতে চাইলে তিনি আর কিছুই জানাতে পারেননি।
ইভটিজিংয়ের শিকার পরিবারগুলোর দাবী সংশ্লিষ্ট কতৃপক্ষ এখনি এই ইভটেজারদেরকে চিহ্নিত করে প্রতিহত না করলে ভবিষ্যতে বড় ধরনের দূর ঘটনা আশংকা করছে ঐ পরিবারগুলো। তাই এখনিই এদের প্রতিহত করা উচিত।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।