নাজমুল হাসান বাঁধন
চাঁদপুর জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা ফরিদগঞ্জ। ফরিদগঞ্জ পৌরসভার এবারের মেয়র মোঃ মাহফুজুল হক। বয়সে তরুণ। তাই পৌরবাসীর ধারণা ছিলো যে এবার পৌরবাসী উন্নয়নের মুখ দেখবে। কিন্তু পৌর ৮নং ওয়ার্ডের রাস্তা দীর্ঘ ৭ মাসেও পাকা না হওয়ায় অনেকটা হতাশ পৌরবাসী।
জানা যায়, ফরিদগঞ্জের একটি গুরুত্বপূর্ণ সড়ক এই ৮নং ওয়ার্ড। চাঁদপুর জেলার সর্বত্র যাওয়ার জন্য এই সড়কটির বিকল্প সড়ক নেই। গত সাত মাস আগে রাস্তাটি নতুন ভাবে তৈরির জন্য ইট ফেলে রাখা হলেও দীর্ঘ ৭ মাস ধরে আর কোন খোঁজ খবর নেই। রাস্তাটি নির্মান ব্যয় 60 লক্ষ টাকা ধরা হয়েছে। রাস্তার আংশিক কাজ করা হলেও ফেলে রাখা হয়েছে পুরোটা। এতে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। সড়কটি প্রধান সড়কের সংযোগ সড়ক হওয়ায় সাধারণ পথচারী থেকে শুরু করে বৃদ্ধ, অসুস্থ, ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন এখান দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত।
ওয়ার্ড কাউন্সিলর খলিল আহমেদের তত্ত্বাবধান ও তার নিজস্ব ঠিকাদারিতে কাজটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও ইট আর কংক্রিট ফেলে মানুষের ভোগান্তি আরো বাড়িয়েছেন এই কাউন্সিলর। সবার এখন একটাই প্রশ্ন, ‘পথচারীদের ভোগান্তি লাঘবে ফরিদগঞ্জ পৌরবাসী নজর দিবেন কি?’
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।