ফরিদগঞ্জ প্রতিনিধি:
গতকাল বুধবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালী গ্রামে আদর্শ শিশু নিকেতনের দিন্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: মামুনুর রশিদ পাঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, একটি ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের পথের সঠিক দিকনির্দেশনা দিতে পারে। কারণ গ্রাম পর্র্যায়ে হলেও একটি মানসম্মত ভাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে শুধু এলাকাবাসীই নয় দেশ ও জাতি উপকৃত হবে। বিষকাটালি আদর্শ শিশু নিকেতন সেই রকম একটি শিক্ষা প্রতিষ্ঠান। ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদে প্রতিষ্ঠানটি হলেও তা মানের দিক থেকে উপজেলা ও জেলার কোনটির থেকে কম নয়, তা বিগত দিনে তারা নানাভাবে প্রমান রাখতে পেরেছে। এখন শুধু প্রয়োজন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাজাহারুল ইসলাম শফিককে সহযোগিতা করতে এলাকাবাসী ও অভিভাবকদের এগিয়ে আসা । তবেই এটি একদিন জেলার সেরা বিদ্যালয়ে পরিনত হবে। এসময় তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং এই শিক্ষার্থীদের টিফিনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মাজহারুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহাজাহান মিয়া, দৈনিক যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি ও দৈনিক চাঁদপুরকণ্ঠের ফরিদগঞ্জ ব্যুরো প্রধান প্রবীর চক্রবর্তী, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মো: নাছির উদ্দিন পাঠান এবং বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন পাটওয়ারী বক্তব্য রাখেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।