সিনিয়র করেসপেন্ডন্ট: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ফরিদগঞ্জ উপজেলার উত্তর চাঁদপুরস্থ গ্রাম থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. মাসুম রাঢ়ী (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ওই গ্রামের আলীর বাড়ীর উত্তর পাশের খাল পাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানের ৬ষ্ঠদিনে সহকারী
পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম ফরিদগঞ্জ থানাধীন উত্তর চাঁদপুর গ্রামস্থ আলীর বাড়ির উত্তর পাশে খালের পাড় এলাকায় বিকাল ১৭.০০ ঘটিকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীর নিজ দেহ তল্লাশি করে আসামি মোঃ মাসুম রাঢ়ী, পিতা -মোঃ শফিকুল রাঢ়ী, মাতা-হাসিনা বেগমকে ৫০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/