ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
সড়কে টাক্টর ট্রলি বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফরিদগঞ্জ টাক্টর মালিক ও শ্রমিকরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজারে দক্ষিন মাথায় এ কর্মসূচী পালিত হয়। তারা অবিলম্বে ট্রাক্টর সড়কে মালামাল পরিবহন ও সড়কে চলাচলের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অনুরোধ জানান। তারা বলেন, সড়কে টাক্টর ও ট্রলি বন্ধ থাকায় টাক্টরের শ্রমিকসহ প্রায় ২০ হাজার পরিবার অর্ধাহারে অনাহারে দিনযাপন করছে। বক্তারা আলো বলেন ৬৩ জেলায় ট্রাক্টর ট্রলি চলছে ফরিদগঞ্জেও এই ট্রলির সাথে ২০ হাজার পরিবার জড়িত বর্তমানে ঐ পরিবারগুলোর ছেলে-মেয়েরা পড়া-লেখার খরচ ও দু-বেলা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। ব্যাংক ঋণের দায়ে মামলার ভয়ে অনেক পরিবার ঘর-বাড়ি রেখে পালিয়ে বেড়াচ্ছে। ভুক্তভুগিদের দাবি দ্রুত এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টাক্টর মালিক আলমগীর ভূঁইয়া, মো: নয়ন মিয়া, আবদুল জলিল, আবদুল মান্নান, মো: রতন, আব্বাস গাজী, মো: মামুন হোসেন, জাকির হোসেন, মুন্নাফ ভূঁইয়া, মো: কালজ ও টাক্টর শ্রমিক জুম্মন হোসেন, রাসেল হোসেন, মো: মাইনুদ্দিন, সাইফুল হোসেন, মো: হালিম প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ১৩ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।