প্রতিনিধি
ফরিদগঞ্জের রূপসা এখন মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে। অবাধে চলছে মাদক ক্রয় বিক্রয়। সহজে মাদক কিনতে পারায় দিন দিন বাড়ছে মাদকাসক্তের সংখ্যা।
সরেজমিনে জানা যায়, উপজেলার ১৫নং রূপসা ইউনিয়ন পরিষদের রূপসা বাজারের পশ্চিম মাথা জৈনপুর হুজুরের পুকুরের ঘাটে মাদক বিক্রেতাকে থানা পুলিশের অনেকেই চিনে ও জানে। বাজারের হল রোড, পশ্চিম রূপসা, সর্দারপাড়া, পূর্ববদরপুর, দক্ষিণ রূপসা জিনের রাস্তা, ঘোড়াশালা ও গাঁব্দেরগাঁও এলাকা মাদকসেবীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিতি পেয়েছে। স্থানীয় একটি চক্র ফরিদগঞ্জের সীমান্ত পূর্বাঞ্চল তথা ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সীমান্ত কাঁটাখালি দিয়ে প্রকাশ্যে অতি সহজে মোটর সাইকেল ও সিএনজি স্কুটারযোগে মাদক নিয়ে আসে।
এছাড়াও মাদক ব্যবসায়ীরা কৌশলে অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, সিএনজি স্কুটার ও মোটর সাইকেলযোগে মাদকদ্রব্য কুমিল্লা থেকে হাজীগঞ্জের ওপর দিয়ে ফকিরবাজার হয়ে সহজে রূপসায় এনে বিভিন্ন স্থানে মাদক পাচার করে। পুলিশ মাদকসেবীদের মাঝে মধ্যে ধরলেও কিছু অসাধু রাজনৈতিক নেতাদের তদ্বিরে বের হয়ে এসে ঐ রাজনৈতিক নেতাদের ছত্রছাঁয়ায় মাদকের রমরমা বাণিজ্য চালাচ্ছে। ইতিমধ্যে প্রশাসন বেশকিছু মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করলেও মাদক বিক্রেতারা থেকে যাচ্ছে লোকচক্ষুর অন্তরালে। কয়েকদিন আগে অতিমাত্রায় মাদকসেবন করায় স্থানীয় দক্ষিণ রূপসা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান পাগল হয়ে যাওয়ায় তাকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে। বর্তমানে এক শ্রেণীর যুবক মাদকসেবনের টাকা জোগাড় করতে এলাকায় চুরি-ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর প্রাণের দাবি, অচিরেই যেন প্রশাসন মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয় এবং মাদকের কবল থেকে যুবসমাজকে রক্ষা করে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।