চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা-মুন্সিরহাটের শোল্লা গ্রামে গাছ কাটতে গিয়ে কুড়ালের আঘাতে এমরান (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় মৃত এমরানকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত ডা. তাকে মৃত ঘোষনা করে। এসময় তার স্বজনরা কাউকে বুঝতে না দিয়ে হাসপাতালের তার নাম ঠিকানা খাতায় এন্টি না করেই পুলিশকে না জানিয়ে এম্বেুলেন্স যোগে দ্রুত তার বাড়িতে নিয়ে যায়। পত্যক্ষদর্শীরা জানায়, ফরিদগঞ্জ শোল্লা গ্রামের বড়কান্দাজ বাড়ির এমরান তাদের বাড়ির একটি আম গাছ কাটতে যায়। এসময় কাটা আমগাছটি যেদিকে পড়ার কথা ছিল সেদিকে না পরে তার দিকে এসে তার গায়ের উপর পড়ার সাথে সাথে গাছ কাটার কুড়াল তার গলায় ঢুকে যায়। এসময় শোল্লা বাজারে তার বড় ভাই কবির খবর পেয়ে দ্রুত বাড়ি গিয়ে তাকে উদ্ধার করে সিএনজি যোগে মিডল্যান্ড হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তৃপক্ষ আহত এমরানকে রিসিভ না করেই বিদায় দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। হাসপাতালে নেওয়ার পূর্বেই এমরানের মৃত্যু ঘটে। হাসপাতালের কর্তব্যরত ডা. সিরাজুল ইসলাম এমরানকে দেখে মৃত ঘোষনা করলে তার স্বজনরা কাউকে বুঝতে না দিয়ে এম্বেুালেন্সে উঠিয়ে তাকে নিয়ে যায়।
এসময় উপস্থিত সংবাদকর্মীরা মৃত্যু ঘটনা ও তার নাম ঠিকানা জানতে চাইলে তারা জবাব না দিয়ে এরিয়ে যায়। গাছ কাটতে গিয়ে কুড়ালের আঘাতে তার মৃত্যু হয়েছে এটুকুই জানায়। পরে খোঁজখবর নিয়ে তার নাম ঠিকানা ও মৃত্যুর সময় জানা যায়।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।