প্রতিনিধি
শনিবার দিনব্যাপী উপজেলার সকদি রামপুর বড় পাটওয়ারী বাড়িতে দ্বিতীয় পুনঃর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়া। এ সময় তিনি বলেন, প্রজন্ম মিলন মেলার নামে আজকের এই অনুষ্ঠান শুধু সকলের জন্য আনন্দ বয়েই আনে না। পরিবারের সদস্যদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে সহায়ক হিসেবে কাজ করে। সবচেয়ে বড় কথা এই মিলন মেলা পরিবারের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সহায়তা করে। তিনি আরো বলেন, এখানে আমি প্রধান অতিথি হিসেবে আসিনি। এসেছি এই সকদি রামপুর বড় পাটওয়ারী বাড়ির একজন স্বজন হিসেবে।
তিনি আরো বলেন, একটি দেশ তথা জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে সরকারের পাশাপাশি প্রত্যেকের অবদান রাখতে হবে। এই পাটওয়ারীর বাড়ির সকলে মিলে যেভাবে এলাকার মানুষের সহযোগিতা করছেন তাতে আমি আশাবাদী এদেশ থেকে সকল অন্ধকার মুছে যাবে।
দুই প্রজন্মের মধ্যে প্রজন্ম মিলন মেলা নামে এক ব্যক্তিক্রমী অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংবাদিক জিয়াউর রহমান বেলালের উপস্থাপনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব হাবিবুল্ল্যা মজুমদার, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লে: কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরী, জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএম মতিন মিয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউএনও জয়নাল আবেদীন। এই মিলন মেলা উপলক্ষে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান, আত্মকর্মসংস্থানের জন্য গবাদী পশু বিতরণ এবং শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।