প্রতিনিধি
ঘটনার শুরু ইউপি নির্বাচনে মেম্বার প্রাথীতা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। দেলোয়ার হোসেন কতৃক আরিফ মিজির কাছথেকে জমি পাবে বলে দাবি করে আসেন। ইহার প্রেক্ষিতে এলাকাতে শালিশের ব্যবস্থা হয়। শালিশদারগন কাগজপত্র পর্যালোচনা করে দেখেন দেলোয়ারের অভিযোগ ভিত্তিহীন। এজন্য দেলোয়ার হোসেনের শালিসদারগন ২ লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা করেন। এবং পরবর্তী তারিখে নুরনবী জমাদার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন এবং বলেন দেলোয়ার আরো জমি পাবেন বিভিন্ন ক্ষতিয়ানে। এর পর থেকে নুরনবী জমাদার শালিশের ভিবিন্ন তারিখ দিয়ে তিনি উপস্থিত হন নি। পক্ষান্তরে অদ্য ০৭/০২/১৫ ইং দেলোয়ার ও তার বাহিনী কতৃক আরিফ মিজির বসত বাড়িতে হামলা করে তাহার বাবাকে মারধের করেন, এবং একটি বসতঘরে আগুন দেন এবং অন্য আরেকটি জবর দখল করে হুমকি দিয়ে বলে আমারা সরকারী দলের লোক আমাদের বিরুদ্ধো থানায় নালিশ করতে গেলে জানে মেরে ফেলবো তোর ছেলেদের বলেদিস, আরিফ মিজির বাবা এখন চাঁদপুর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যপারে থানা অভিযোগ করতে গেলে থানায় তাহা নিতে রাজি হয়নি। কেন অভিযোগ নিবে না জানতে চাইলে বলা হয় উপরের নির্দেশ আছে যেন অভিযোগ না নেয়া হয়। এমতাবস্থায় আরিফ মিজির ফ্যামিলির লোকজন নিরাপত্তা হীনতায় ভুগছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।