চাঁদপুর : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়েগেছে।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, রাতে একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম রাত ১০ টায় এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে জসিম উদ্দিন, সাইফুল, হুমায়ুনের মুদি দোকান এবং লিটন, কাহারের ইলেকট্রিক ও মোবাইল সার্ভিসিং দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে পুড়ে যাওয়া দোকান মালিকদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।
আগুন লাগার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) শিউলী হরি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর- রশিদ ঘটনাস্থলে ছুটে আসেন।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর- রশিদ বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/