প্রতিনিধি
ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশায় অন্তঃসত্ত্বা কিশোরীকে গর্ভপাত করানোর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের আবুল খায়ের চর্তুদশী মেয়েকে তার এক আত্মীয় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জনৈক মোস্তফার ছেলে বশির আহাম্মদ বাড়িতে আসার যাওয়ার সুযোগে প্রথমে ভালবাসা এবং পরে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সর্ম্পক গড়ে তোলে। এক পর্যায়ে ওই মেয়ে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে কৌশলে তারা চাঁদপুরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে ডিএনসি করালে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিশোরীটি মুমূর্ষ অবস্থায় পতিত হয়। এ অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় চিকিৎসা নেয়ার পর গত ১২ আগস্ট ফরিদগঞ্জ থানায় ওই কিশোরী বাদী হয়ে তাকে অব্যাহতভাবে হুমকি দানের অভিযোগ এবং ওই ঘটনার প্রতিকার চেয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে।
পুলিশ গতকাল রোববার বিকেলে ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ওই কিশোরীর ভাই হানিফ জানায়, প্রভাবশালীদের হুমকি-ধমকির কারণে তারা আতঙ্কিত রয়েছেন। –
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।