প্রতিনিধি-
অবরোধের সমর্থনে গতকাল রোববার ফরিদগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা মিছিল, সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নান্টু স্বেচ্ছাসেবক দলের নেতাদের নেতৃত্বে ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অবরোধের গতকাল শনিবার ফরিদগঞ্জ-রায়পুর সড়কে বিএনপি ও জামায়েত শিবির আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে। সকাল সাড়ে ১০টায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চতুরা হাসপাতালের সামনে থেকে বাসষ্ট্যান্ড পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ও আটক সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মিছিল করে। তারা টিএন্ডটি মোড়ে রাস্তায় এক পথসভা করে। পথসভায় বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান দুলাল, যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন। মিছিলে উপস্থিত ছিলের, পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দলের দেলওয়ার হোসেন সোহেল, সেলিম রাঢ়ী, হারুন পাঠান, তাজুল ইসলাম কাউন্সিলর, মুজাহিদ পাটওয়ারী, টুটুল পাটওয়ারী, পেয়ার আহাম্মদ, আনোয়ার হোসেন, এমরান হোসেন, জাহাঙ্গীর আলম, জামাই ফারুক, পিংকু কাজীসহ আরো নেতা-কর্মীরা মিছিলে উপস্থিত ছিল। পরে মিছিলটি বাসষ্ট্যান্ড থেকে ঘুরে এসে টিএন্ডটি মোড়ে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
শিরোনাম:
শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।