আনিছুর রহমান সুজন
ফরিদগঞ্জ পৌরসভা মাঠে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। রোববার রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নয়াহাটের মামুন টিম ফরিদগঞ্জ লেখক ফোরামের সোহেল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।পৌর মেয়র মো: মঞ্জিল হোসেনের প্রয়াত পুত্র অমির স্মৃতি ধরে রাখতে আয়েজিত এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো: মঞ্জিল হোসেন। এসময় তিনি বলেন, অমি স্মৃতি ব্যাডমিন্টর টুর্নামেন্টের মতো ভবিষ্যতে ফরিদগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে। নজরুল ইসলাম নজুর পরিচলনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র জাকির হোসেন গাজী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক নুরুন্নবী নোমান, উপজেলা প্রকৌশলী জিয়াউল হক, পিআইও মো: আওরঙ্গজেব, ইসলামী ব্যাংকের ম্যানেজার আজিজুল হক এবং যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। গত ২৪ জানুয়ারী ৪টি গ্রুপে মোট ১৬টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। #
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।