ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: এডভোকেট শেফালী বেগম ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ছাত্র নেতা, পড়াশুনা শেষে ওকালতি পড়ে এখন চাঁদপুর কোর্টে আইনি প্রেকটিস করছেন। গত বছর করোনাকালীন সময়ে জেলার সর্বত্র অসহায় আর কর্মহীন মানুষের মাঝে খাদ্য আর নগদ টাকা দিয়ে সহযোগিতা করছিলেন নিয়মিত। এখন তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জে অসহায়দে আইনী সহায়তা প্রদানের উদ্দেশ্য আর.এস.ল এর চেম্বারের নামে একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন।
শনিবার (২৭ মার্চ) বিকালে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালাম আর্টের দ্বিতীয় তলয় মিলাদ পড়িয়ে আর.এস.ল এর চেম্বারের আইনজীবিদের এই চেম্বার উদ্বোধন করেন।
করোনা যোদ্ধা সাবেক ছাত্রনেত্রী সমাজ সেবিকা আর.এস.ল চেম্বারটি উদ্বোধন শেষে অ্যাড. শেফালী বেগম বলেন, যে সব নারী পুরুষ বিভিন্ন মামলা জনিত কারনে হয়রানী শিকার হন, বিশেষ করে চাঁদপুর গিয়ে আইনি সহযোগীতা বা পরামর্শ নিতে বিশেষ বিড়ম্বনার শি^কার হন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন তাদের সহজশর্তে পরামর্শ এবং সহযোগিতা করার লক্ষে এ আয়োজন। বিশেষ করে নির্যাতিত মহিলাদের জন্য এ চেম্বার উদ্ধোধন করা হয়েছে। তবে এতে থাকছে দেওয়ানি, ফৌজদারী এবং ইনকামটেক্স বিষয়ে আইনি কার্যক্রম। সপ্তাহের প্রতি শুক্রবার এ চেম্বারে আইনি সহায়তা কার্যক্রম চলবে। শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত অসহায় নারীদের আইনি সহায়তা করাই হবে তার মূল উদ্দেশ্য।
ফরিদগঞ্জ প্রেস ক্লাব ও পৌবসভার উল্টো পাশে আমিরের ভবনের দ্বিতীয় তলায় এটি অবস্থিত। সাধারন মানুষ, পেশাজিবী এবং ফরিদগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ হোসেন এর জণ্য সাধুবাদ এবং অভিনন্দন জানান।