প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নের দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের নাম ৩য় ধাপে তফসিলে না থাকায় ওই ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
১৪টি ইউনিয়নের প্রার্থীরা হলেন : বালিথুবা পশ্চিম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান পাটওয়ারী, বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ নেতা জি এম তাবাচ্চুম, সুবিদপুর পূর্ব ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওঃ শারাফাত উল্যা, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স ম জসিম উদ্দিন মিন্টু, গুপ্টি পূর্ব ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি বাবুল পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, পাইকপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আলী আক্কাছ ভঁূইয়া, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের সম্পাদক সোহেল চৌধুরী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের সম্পাদক তোফাজ্জল হোসেন বাচ্চু, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান আব্দুল হাই, রূপসা উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, রূপসা দক্ষিণ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসকান্দার মিয়া।