মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক ( ফরিদগঞ্জ, চাঁদপুর)
চাঁদপুরেরর ফরিদগঞ্জের পূর্ব ভাওয়াল ছার বাড়িতে অগ্নিকাণ্ডে আসবাবপত্র সহ ১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত ১১ ডিসেম্বর রাত ১২ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মোঃ কামাল।
অগ্নিকাণ্ডে পুরো ঘর এবং ঘরে থাকা খাবার, আসবাবপত্র সব পুড়ে ছাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১১ ডিসেম্বর রাত ১২ ঘটিকার দিকে এই ঘরে আগুন দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের কাছে আর্থিক সহায়তা চান ঘরের মালিক মোঃ কামাল হোসেন।
ওয়ার্ড মেম্বার বলেন, আমি স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারি মোঃ কামাল হোসেন ঘর টি পুড়ে ছাই হয়ে গেছে। পরে আমি রাতে সাথে সাথে সরজমিনে গিয়ে দেখি তার ঘরে আগুন জিতেছে, পরে আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। আমি আমার উপজেলা প্রশাসন এবং আমার ইউনিয়ন চেয়ারম্যান এর কাছে মোঁঃ কামাল হোসেনকে আর্থিক সহযোগীতা করার জন্য আহবান করি।
পুড়ে যাওয়া ঘর দেখতে সরজমিনে যান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তছলিম আহম্মেদ, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের (১নং ওয়ার্ড) সদস্য সৈকত মোল্লা।