ফরিদগঞ্জ সংবাদদাতা: ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নীকান্ডে ২টি বসত ঘর পুড়ে গেছে। উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম মুন্সী বাড়ীতে গত শুক্রবার রাত এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ্য পরিবারের ডাক চিৎকারে আশ পাশ্বের লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে স্বামী পরিত্যাক্ত বিউটি বেগম ও তার ভাশুর আনিছুর রহমান বাবুল এর ২ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। ধারনা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
অসহায় নারী বিউটি আক্তার জানান, ইফতারের পর খাওয়া দাওয়া করে ৩ সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ দেখি ঘরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি সন্তানদের নিয়ে দ্রুত বাহিরে এসে চিৎকার দেই তারপর আশপাশের লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এরই মধ্যে আমার ও আমার ভাশুরের বসতঘর পুড়ে হয়ে যায়।
আগুনের খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/