প্রতিনিধি
আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক হলেও এক চেয়ারম্যান প্রার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ। আর আটক অপর ১২ জন গতকাল রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদগঞ্জ থানা হেফাজতে রয়েছে। আটক ১২ জনের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর ছেলে মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারীও রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলাকালে ফরিদগঞ্জের ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায়। তবে ফরিদগঞ্জ থানা পুলিশ এ বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করেছে। থানার অফিসার ইনচার্জ এ ব্যাপারে সাংবাদিকদের কোনো তথ্য দিতে অনীহা প্রকাশ করেছেন।
স্থানীয় এবং বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, গতকাল শনিবার বেলা প্রায় সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে জেলার ডিবি পুলিশ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ ১৩ জনকে আটক করে। এ সময় অস্ত্রধারীদের ব্যবহৃত দুটি মাইক্রোবাস (নং ঢাকা-মেট্রো-চ-১৩-৬০৭০ ও ঢাকা মেট্রো-চ-১৩-৬৬৫৬) জব্দ করা হয়। ডিবির এসআই খন্দকার ইসমাইল হোসেনসহ ডিবির ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে প্রধান দু’জন হচ্ছেন এই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শওকত আলী ওরফে শওকত বিএসসি এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল বাশার কালু পাটওয়ারী বড় ছেলে মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী। আটক অন্যরা হলেন : সাদ্দাম হোসেন (২৮), মোঃ ফয়সাল (২৬), রাজন (৩০), আলমগীর (৪০), জুয়েল শেখ (২৫), রিয়াদ হোসেন (৩৫), মিজান (৩৫), সৈকত পাটওয়ারী (২৬), মিঠু (২৪), রেজাউল করিম (৩০) ও সোহেল (২৮)। এদের বাড়ি ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর, ইছাপুর, চরমথুরা, ভাটিয়ালপুর, চরকুমিরা ও সাহাপুর গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি পিস্তল, ১টি চাইনিজ রাইফেল এবং ৭টি চাপাতি। অস্ত্রসহ আটককৃতদের ডিবি পুলিশ ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে চেয়ারম্যান প্রার্থী শওকত বিএসসিকে ছেড়ে দেয়া হয়।
এদিকে অস্ত্রসহ ১৩ জন আটক হওয়ার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে এ বিষয়ে জানার জন্যে সাংবাদিকরা ভিড় করেন ফরিদগঞ্জ থানায়। থানার অফিসার ইনচার্জের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানাতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি বলেন, এ বিষয়ে আজ (গতকাল) কিছুই বলা যাবে না। আপনারা কাল (আজ রোববার) আসেন। তিনি এমনটিও বলেন, বিষয়টি ডিবি পুলিশের, তারা আমাদেরকে এখনো বুঝিয়ে দেয়নি।
তবে এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান ফরিদগঞ্জ থানায় তাৎক্ষণিক উপস্থিত সাংবাদিকদের জানান, বেলা ১১টা ৪০ মিনিটের সময় ২টি মাইক্রোবাস নিয়ে আটককৃতরা সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায় অবস্থান করছিলো। জনতার সহযোগিতায় নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম অস্ত্রসহ তাদের আটক করে। ভোট কেন্দ্রে নাশকতার জন্যে তারা এসেছিল। উদ্ধার করা অস্ত্রের সিজার লিস্ট তৈরি করার পর এ বিষয়ে জেনে পরে জানাবো।