স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে ‘আন্তর্জাতিক কুটির শিল্প ও বাণিজ্য মেলা বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। মেলার আড়ালে অসামাজিক কার্যকলাপ ও জমজমাট জুয়ার আসর চলার অভিযোগে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ ও ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি’র বিশেষ সহযোগিতায় গতকাল বুধবার ফরিদগঞ্জ থানা পুলিশ মেলা বন্ধ করে দেয়। এলাকার হাজার হাজার মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জের পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে মাসব্যাপী কথিত ‘আন্তর্জাতিক কুঁটির শিল্প ও বাণিজ্য মেলা’র আয়োজন করা হয়। গত ৮ মার্চ এর উদ্বোধন করা হয়। ‘হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি’ নামের একটি সংগঠন এ মেলার আয়োজন করে। এলাকাবাসী জানায়, নামে ‘আন্তর্জাতিক কুঁটির শিল্প ও বাণিজ্য মেলা’ হলেও, সেখানে কুঁটির শিল্প ও বাণিজ্যের কিছুই দেখা যায়নি। তদুপরি, বিদেশী কোনও প্রতিষ্ঠান না থাকায় ‘আন্তর্জাতিক’ নামটি ছিল ‘হাস্যকর’। ফলে, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিভাবে এর অনুমোদন দেয়া হয় এ নিয়ে চতুর্দিকে জোড়ালো প্রশ্ন ওঠে।
উদ্বোধনের পর থেকে সোমবার রাত পর্যন্ত সেখানে মেলা’র আইটেম ছিল, ‘পুতুল নাচ’, ‘ড্যান্স বাংলা ড্যান্স’, ‘র্যাফেল ড্র’, ‘মোটর সাইকেল রেস’, ও কয়েকটি ‘খাবার দোকান’। এদিকে, ‘পুতুল নাচ’, ‘ড্যান্স বাংলা ড্যান্স’ এর নামে সেখানে অসামাজিক কার্যকলাপ ও প্রতিদিন ‘র্যাফেল ড্র’র নামে ‘লটারী’ যা একটি জুয়া খেলা হিসেবে এলাকাবাসী সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নিকট অভিযোগ করেন। পাশাপাশি, মঙ্গলবার রাত থেকে শুরু হয় ‘ওয়ান টেন’, ‘মাছ বউ’, ‘চর্কা’ ও ‘রিং’ খেলা নামক জমজমাট জুয়ার আসর। ফলে, মেলা’র অন্তরালে চলা অসামাজিক কার্যকলাপের ওপর গোপন তদন্ত ও প্রতিবেদন দাখিল করার জন্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেন। এতে, তদন্তে এলাকাবাসীর অভিযোগ প্রমাণ হলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পুলিশ ‘প্রতিবেদন’ দাখিল করেন।
ওদিকে, সংসদ সদস্য নিজেও ‘আন্তর্জাতিক কুঁটির শিল্প ও বাণিজ্য মেলা’র আড়ালে অসামাজিক কার্যকলাপ চলায় কথিত মেলা’র অনুমতি বাতিলের জন্য বাণিজ্য মন্ত্রণালয় বরাবর একটি ‘ডিও লেটার’ দেন। এতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে মেলায় উপস্থিত হয়ে মেলা গুঁটিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেন। ফলে, মেলা’র নামে চলা অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা, সংশ্লিষ্ট সকলকে এ পদক্ষেপে সাধুবাদ জানিয়েছে।
এ ব্যপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানিয়েছেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ পেয়েই মেলার কার্যক্রম বন্ধের জন্য মৌখিক নির্দেশ দিয়েছি। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।
এদিকে, পুলিশ সুপার মোঃ আমির জাফর বলেছেন, কথিত মেলায় জুয়াসহ অসামাজিক কার্যকলাপ চলছে বলে আমাদের কাছে অভিযোগ আসছিল। আমরা এর প্রমাণ পেয়ে মেলা বন্ধের জন্য নির্দেশ দিয়েছি। পুলিশ বাহিনী কখনই কোনও সমাজ বিরোধী কার্যকলাপ মেনে নেবে না। তিনি বলেন, এ জন্য সব সময় সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।