ফরিদগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হচ্ছে : পাড়াগাব্দেরগাঁও গ্রামের শ্রী কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৫), কাউনিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে স্ট্যাম্প ভেন্ডার সফিকুর রহমান (৪৫) ও দঃ বদরপুর গ্রামের আমির হোসেনের ছেলে ফারুক হোসেন (২৪)। মঙ্গলবার রাতে এ অভিযানের সময় সুমনের কাছ থেকে ১১ পিচ, সফিকুর রহমানের কাছ থেকে ১২ পিচ ও ফারুকের কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সবাই ইয়াবা ব্যাবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে গতকাল বুধবার সকালে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।